Mothers Day Gifts

মা দিবস স্ট্যাটাস ও বার্তা 2025 | Bengali Mother’s Day Wishes, Quotes

May 9, 2025

Mothers Day Captions in Bengali | বাংলায় মা দিবসের ক্যাপশন

মার্চ মাসের দ্বিতীয় রবিবার – একটু বেশি বিশেষ। কেন? কারন এই দিনটা হল সেই দিন, যেদিন আমরা শুধুমাত্র মায়েদের জন্য রাখি। মাতৃদিবস মায়েদের সম্মান জানানোর, তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, আর কৃতজ্ঞতা জানানোর দিন। সোশ্যাল মিডিয়াতে নিশ্চই পোস্ট করবে তোমার মায়ের জন্য। এখানে তাই রইল Mother’s Day caption Bengali। তোমার পছন্দের টা বেছে নাও!

  • যার জন্য আমি আছি,
    তুমি আমার পৃথিবী, আমার সব কিছু। শুভ মাতৃদিবস ❤️❤️❤️
  • তোমার জন্য আমার মনে কতটা কৃতজ্ঞতা আছে তা প্রকাশ করার জন্য ধন্যবাদ শব্দটা খুবই ছোট। তবুও, তুমি যা কিছু করো, আমার জান্তে আর অজান্তে, তার জন্য তোমাকে ধন্যবাদ ।
  • তুমি আছো তাই আমি আছি। শুভ মাতৃদিবস, মা 🫶।
  • আমার প্রতিটা জীবনে আমি তোমাকে আমার মা হিসেবে চাই। আজকের দিনে অনেক ভালোবাসা মা তোমায়!
  • জীবনের সকল শিক্ষার জন্য ধন্যবাদ, নিঃশর্ত ভালোবাসার জন্য ধন্যবাদ, সীমাহীন উৎসাহের জন্য ধন্যবাদ…বাকি সব ধন্যবাদ জানাতে আমার এক দিনেরও বেশি সময় লাগবে। আপাতত, সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ 🙏।
  • তুমি কি জানো যে তুমিই সবার থেকে ভালো? হুম, সবার থেকে তুমি ভালো 😁। তুমি থাকলে আমার আর কিচ্ছু চাই না। শুভ মাতৃদিবস, মা।
  • আমার মধ্যে যা কিছু ভালো, তা তোমার কাছ থেকে আসে। আমি যদি তোমার অর্ধেক মানুষও হতে পারি, তাহলে আমি জানবো আমি জিতে গেছি।
  • আমি তোমার সবচেয়ে বড় ভক্ত মা 🥳। আমি সবসময় ছিলাম এবং সবসময় থাকবো!

Mothers Day kobita in Bengali | মা দিবসের কবিতা বাংলায়

একটু অন্যভাবে Shuvo Maa Dibosh message জানাতে চাইছো তো? হুম…মা আমাদের জন্য এত কিছু করে, মায়ের জন্য বিশেষ কিছু না করলে কি করে হয়!

Mother’s Day wishes in Bengali এবার হোক কবিতার ছন্দে, কি বল?

  • ভালোবাসতে শেখালো যে – মা
    উড়তে শেখালো যে – মা
    বুঝতে শেখালো যে – মা
    জীবনের সবকিছু ভালো করে দেয় যে – মা
  • যে ডাকে দিনের শুরু
    দিনের শেষ যে ডাকে
    আর সব না হলেও চলবে
    মা না থাকলে, সব কিছুই শূন্য লাগে যে!
  • প্রথম শব্দ তুমি, আর বাকি শব্দগুলো শেখা তোমার থেকে
    ঠিক ভুল, ভালো মন্দ – পৃথিবীটাকে চিনেছি তোমার চোখে!
  • তুমি থেকে আমি
    তোমার জন্য আমি
    তোমার ছায়া আমি
    তোমার সঙ্গে ভালো থাকি আমি
  • আবেগ ব্যক্ত করা বেশ সহজ কাজ, শব্দের জোগান লাগে অনেকটা
    কিন্তু একটা শব্দেও যে সীমাহীন আবেগ থাকতে পারে, তার প্রমান হল – মা!
  • কিছু কিছু জিনিসের পিছনের কি, কেন – বৃত্তান্ত থাকে না
    ঠিক যেমন মা!
    কিভাবে করে, কে জানে!
    দিনের শেষে, জানি, সব ঠিক হয়ে যাবে, সে সবথেকে বড় ভরসা!
  • ঘুমপাড়ানি গান থেক জীবনের সব থেকে বড় শিক্ষা – সবটাই তোমার
    শুধু এই দিনটা কেন, তোমার জন্য, তোমার নামে রইল সব দিন আমার!
  • আমার সাহস, আমার শিক্ষা, আমার অনুপ্রেরণা –
    সব তুমি, তুমি, আর তুমি!

Bengali Mother’s Day SMS | বাংলা মা দিবসের এসএমএস

Mother’s Day Bengali greetings এসএমএস – এ পাঠাবে? বেশ তো! এখানে কিছু মিস্টি শুভেচ্ছাবার্তা রইল!

  • তুমি না থাকলে আমার কি হত? কিচ্ছু হত না! শুভ মাতৃদিবস। তুমি তোমার মতই থেকো চিরটাকাল।
  • শুভ মাতৃদিবস। আজকে উপহারে তোমাকে কথা দিচ্ছি নিজের সব থেকে ভালো স্বরূপ হয়ে দেখাবো। আর হ্যা, কাল থেকে একদম ঠিক সময়ে ঘুম থেকে উঠব!
  • সারাবছর তুমি আমার খেয়াল রাখো, আমাকে কত্ত ভালোবাসো। আজ আমার পালা তোমাকে ভালবাসায় ভরিয়ে তোলার। এই নাও, এত্ত ভালোবাসা।
  • আমি কোনটা পছন্দ করি, আর কোনটা পছন্দ করি না, সেটা আমার থেকেও বোধ হয় তুমি অনেক বেশি ভালো বোঝো। আমাকে বোঝার জন্য ধন্যবাদ মা। তোমার জন্য আমি স্বাধীন ভাবে এগিয়ে যাওয়ার সাহস পাই।
  • তোমার সঙ্গে কাটানো মূহুর্ত গুলো আমার কাছে সবথেকে প্রিয়। মায়েদের জন্য আজকের এই দিনটাতেও আমি তোমার সঙ্গে অনেক অনেক সময় কাটাতে চাই। শুভ মাতৃদিবস, মা।
  • এমন একটা দিন ও যায় না যে তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করিনি। তুমি আমার জীবনের সবথেকে দামী উপহার, মা।
  • তোমার মধ্যে আমি যেমন নিজের সবথেকে বড় শিক্ষক পেয়েছি, তেমনই নিজের সবথেকে কাছের বন্ধুও পেয়েছি। শুভ মাতৃদিবস, মা।
  • আমাকে এত ভালোবাসা আর উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ যে আমার কোনোদিন আর কারোর প্রয়োজন হয় নি। সবসময় আমার পাশে থেকো!

Mother’s Day quotes in Bengali আশা করছি তুমি পেয়ে গেছো উপরের এই সুন্দর সুন্দর সব ক্যাপশন, শুভেচ্ছাবার্তা, আর কবিতা থেকে। এখানে থেকেই নিজের পছন্দ মত শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দাও মাকে। আর হ্যা, মাতৃদিবসের ফুল, উপহার, কেক – এসবতো লাগবে দিনটাকে মায়ের জন্য মনে রাখার মত করতে? তার জন্য IGP কিন্তু দারুন সব উপহার সম্ভার নিয়ে প্রস্তুত!

Read More,

Top 10 Mother’s Day Gift Ideas under ₹1000

Top 08 Best Mother’s Day Gifts for New Moms

10 Best Mother’s Day Flowers to Show Your Love

You Might Also Like

No Comments

Leave a Reply

IGP: Same Day Gift Delivery | Online Gifts Shop

error

Enjoy this blog? Please spread the word :)

Pinterest
LinkedIn
Share
WhatsApp