New Year

2025 শুভ নববর্ষের শুভেচ্ছা, বাংলায় বার্তা| Happy New Year Wishes, Messages in Bengali

December 30, 2024

2025 শুভ নববর্ষের শুভেচ্ছা, বাংলায় বার্তা| Happy New Year Wishes, Messages in Bengali

৩৬৫টা দিন পেরিয়ে, আরো এক ৩৬৫ এ প্রবেশ – একটা বছর অনেক স্মৃতি, অনেক মুহুর্ত আর শিক্ষা দিয়ে যায়, আর নতুন বছর নিয়ে আসে একরাশ নতুনের সম্ভাবনা। পুরাতন আর নতুনের মাঝে এই আমরা থাকি বেশ, সুখ দুঃখ সবটা নিয়ে। এই সময়ের শহরটাই অন্য রকম, সোয়েটার, কেক, পিকনিক, চারিদিকে সুন্দর সব আলো, রঙ্গিন সাজ সজ্জা আর প্যলা জানুয়ারির জন্য অধীর অপেক্ষা। বড়দিনের প্রস্তুতি দিয়ে শুরু হয় আর উৎসব চলতে থাকে বেশ কিছু দিন।

৫…৪…৩…২…১… করে ঘড়ির কাটা যখন ঠিক ১২টা, উত্তেজনায় ছেয়ে যায় চারিদিক, বহু প্রতীক্ষিত নতুন বছর এসে উপস্থিত। শুভ নববর্ষ! কিন্তু সবাই কে সেই একরম শুভ নববর্ষ বলতে ইচ্ছে করছে না? খুজছো নতুন কিছু? বেশ তো! IGP নিয়ে এসেছে নববর্ষের মিষ্টি কিছু শুভেচ্ছাবার্তা তোমার পরিবার, বন্ধুবান্দব, আর বাকি সকল প্রিয় মানুষদের জন্য!

বাংলায় নববর্ষের শুভেচ্ছা/বার্তা 2025 – Happy New Year Wishes/Messages in Bengal

নতুন বছরটা শুরু করুন আপনজনদের সুন্দর কিছু শুভেচ্ছাবার্তা পাঠিয়ে!

  1. নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা!
  2. আগামির বছর হোক মনে রাখার মত, হোক পূরণ সব ইচ্ছে, হোক জীবন আনন্দময়।
  3. তোমার এবং তোমার পরিবারের সকলের জন্য রইল নতুন বর্ষের শুভকামনা।
  4. নতুন বছরে প্রতিটি দিন ভালবাসা, হাসি এবং আনন্দে ভরে থাকুক, শুভ হোক তোমার নতুন বছর।
  5. তুমি নব নব রূপে এসো প্রাণে।
    এসো গন্ধে বরনে, এসো গানে।
    নিজেকে নতুন ভাবে গড়ে তোলো, নতুন নিজেকে খুজে পাও। নতুন বছরের জন্য এবং নতুন তুমি-র জন্য রইল অনেক শুভেচ্ছা।
  6. এই নতুন বছর আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করুক, আর জীবনে নিয়ে আসুক নতুন স্বপন।
  7. পুরাতন বছরের সঙ্গে পুরাতন সমস্ত দুঃখ, রাগ, অভিমান, আর না পাওয়া গুলোকেও বিদায় জানিয়ে নতুনের দিকে এগিয়ে যাও।
  8. সুখ দুঃখ সবটাই থাকবে, তবে নতুন বছরে সুখটা যেন হয় অনেক বেশী সেই কামনাই করি।
  9. নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে আলোকিত হয়ে উঠুক তোমার মন, জীবনে আসুক নতুন স্বপ্ন, নতুন দিক…
  10. শুভ নববর্ষ। বছরটা কাটুক আনন্দে, ভালবাসায়!

বাংলায় সেরা ১০টি নববর্ষের শুভেচ্ছা – Top 10 New Year Wishes in Bengali

যাদের স্নেহ ভালবাসায় বড় হওয়া, সুখ দুঃখে যাদের সব সময় পাশে পাওয়া, নতুন বর্ষে তাদের জানাও তোমার ভালোবাসা এই শুভেচ্ছাবার্তা গুলোর সঙ্গে!

  1. এই বছরের প্রত্যেকটা দিন তোমাকে ভালো থাকার, হাসতে থাকার অশেষ কারন দিক, শুভ নববর্ষ।
  2. আগের বছর মত নতুন এই বছরটাতেও থাকুক অনেক হাসিঠাট্টা, মজা, খাওয়া দাওয়া, এক সঙ্গে সময় কাটানো, আর অনেক অনেক উপহার!
  3. ভার্চুয়াল নলেন গুড়ের সন্দেশ আর ফিস ফ্রাই এর সঙ্গে পাঠাচ্ছি নববর্ষের শুভেচ্ছাবার্তা, ভালো থেকো।
  4. শুভ নববর্ষ। নতুনের আগমন তোমার জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা, সুখ, সমৃদ্ধি, এবং শান্তি।
  5. পুরাতন বছরের আনন্দগুলো দিগুন হয়ে ফিরে আসুক আর দুঃখ গুলো পুরাতনেই থেকে যাক – নতুনের শুভেচ্ছা আর ভালোবাসা।
  6. বছরের প্রথম দিনটা যত উত্তেজনা আর আনন্দের সঙ্গে শুরু করছো, বাকি দিনগুলোও যেন ঠিক সেই ভাবেই কাটে।
  7. ভালবাসায়, আলোতে ভরে থাকুক তোমার হৃদয়, সাফল্যে ভরে থাকুক তোমার প্রত্যেকটা নতুন প্রচেষ্টা – শুভ নববর্ষ!
  8. তুমি গাইতে না, আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও…… নতুন বছরে তোমার দিনগুলোও যেন আলোয় ভরে থাকুক, প্রকৃতির সোন্দর্যে ঘিরে থাকো তুমি, জীবনে থাকুক আশা, আনন্দ, আর উজ্জ্বলতা।
  9. পুরাতন বছরে যেভাবে আমার পাশে ছিলে, আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, এবছরও সেইভাবে পাশে থেকো, ভালোবেসো – তোমার আদরের আমি।
  10. নতুন বর্ষের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আমার প্রনাম নিও।

পরিবার/বন্ধুদের জন্য বাংলায় নববর্ষের বার্তা – New Year Messages for Family/Friends in Bengali

বন্ধুদের যদি নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে যাও, তাহলে কিন্তু তোমাকে অনেক কথা শুনতে হবে। খুব রাগ করবে বন্ধুরা। তাই চটপট এই শুভেচ্ছাবার্তাগুলো দেখে নাও আর পাঠিয়ে দাও।

  1. নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। এই বছরটা আনন্দে আর সাফল্যে ঘিরে থেকো তুমি!
  2. আগের বছর কিন্তু অনেক কিছু করার কথা ছিল এক সঙ্গে, ব্যস্ততায় হয়ে ওঠেনি। চল, এই বছরে নিজেদের সমস্ত ইচ্ছে গুলো এক এক করে পূরণ করি।
  3. তুই যা বিরক্ত করছিস কিছুদিন ধরে, তোকে পিটুনি দিতে ইচ্ছে করছে, শুভেচ্ছা নয়। তবুও, শুভ নববর্ষ। নিজে শান্তি থাক আর আমাকেও শান্তিতে রাখ। এই এত্তটা ভালোবাসা রইল।
  4. নতুন বছরের জন্য শুভেচ্ছে। চল একদিন গিয়ে একটু জমিয়ে খেয়ে আসি, এর থেকে ভালো নতুন বছরে কি হতে পারে!
  5. নতুন বছরে জন্য তৈরি তো? অনেক ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া নিয়ে কাটাবো দিনগুলো!
  6. গত বছরের সমস্ত ভালো স্মৃতি নিয়ে, নতুনের দিকে এগিয়ে যাও। আগামির দিনগুলো হোক সুখময়।
  7. আগের বছরের থেকে একটু কম জালাতন করিস, ভগবান তোকে আরেকটু বুদ্ধি দিক, আর তোর অনেক নতুন জামাকাপড় হোক যাতে তুই আমার জামা গুলো বারনার না নিয়ে চলে যাস। ওহ, ভুলেই যাচ্ছিলাম, শুভ নববর্ষ 😜
  8. নতুন বছরের সঙ্গে সঙ্গে তোমার জীবনে নতুন অনেক কিছু আসুক যাতে জীবন খুব আনন্দে, উত্তেজনায় ভরে থাকে।
  9. শোন, আমি তোর সব থেকে প্রিয় বন্ধু, তাই নতুন বছরে তুই নিশ্চয় আমাকে একটা সুন্দর গিফট দিবি ভাবছিস। অত কষ্ট করার দরকার নেই, IGP তে অনেক কিছু আছে। আমি লিংক পাঠাচ্ছি, তুই শুধু অর্ডার করে দে। আর হ্যা, শুভ নববর্ষ।
  10. শুভ নববর্ষ, ভালো থেকো, সবাইকে ভালো রেখো!

IGPর পক্ষ থেকে তোমার জন্য রইল নববর্ষের আন্তরিক শুভেচ্ছা!

You Might Also Like

No Comments

Leave a Reply

IGP: Same Day Gift Delivery | Online Gifts Shop

error

Enjoy this blog? Please spread the word :)

Pinterest
LinkedIn
Share
WhatsApp